Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বিকেএসপি
বিস্তারিত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)

Bangladesh Institute of Sports

সাভার, ঢাকা।

ফোন: ৭৭৮৯২১৫, ৭৭৮৯২১৬

 

বাংলাদেশের একমাত্র সরকারী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বিকেএসপি। যুব ও ক্রীড়ামন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ তৈরি করা যাতে আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায়।

 

অবস্থান: নবীনগর কালিয়াকৈর রোডের জিরানী নামক স্থানে বিকেএসপি'র অবস্থান।

 

আয়তন: ১১৯ একর।

 

প্রতিষ্ঠানকাল: পরিকল্পনা ১৯৭৪ সালে। Bangladesh Institute of Sports হিসেবে প্রতিষ্ঠানকাল ১৯৭৬ সালে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) হিসেবে কার্যক্রর শুরু ১৯৮৩  সালে।

 

কার্যক্রম:

প্রতিভা অন্বেষনের মাধ্যমে মেধাবী ক্রীড়াবিদগণকে উন্নত প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতি্ঠিত করা।

দেশী-বিদেশী কোচ ও প্রশিক্ষকের মাধ্যমে আন্তর্জাতিকমানের কোচ, রেফারী, আম্পেয়ার তৈরি করা।

খেলাধুলার উপর বিজ্ঞান ভিত্তিক একাডেমীক সার্টিফিকেট কোর্স পরিচালনা করা।